English Version
আপডেট : ১০ এপ্রিল, ২০১৬ ১৭:১৯

ক্রিকেটার দম্পতির বিরুদ্ধে সাক্ষ্য ২৪ এপ্রিল

অনলাইন ডেস্ক
ক্রিকেটার দম্পতির বিরুদ্ধে সাক্ষ্য ২৪ এপ্রিল

শিশু গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপীকে নির্যাতনের অভিযোগে গ্রেফতার ক্রিকেটার শাহাদাত হোসেন ও তার স্ত্রী জেসমিন জাহান এর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য ২৪ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।

মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল আজ রোববার। মামলার বাদী শারীরিক অসুস্থতাজনিত কারণে সাক্ষী দেওয়ার জন্য আদালতে হাজির হতে না পারায় সময়ের আবেদন করেন রাষ্ট্রপক্ষ। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক তানজিলা ইসলাম সময়ের আবেদন মঞ্জুর করে পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য এ দিন ধার্য করেন।

২০১৫ সালের ৬ সেপ্টেম্বর গৃহকর্মী হ্যাপীকে অমানুষিক নির্যাতনের অভিযোগে শাহাদাত হোসেন ও জেসমিন জাহান এর বিরুদ্ধে সাংবাদিক খন্দকার মোজাম্মেল হক মিরপুর মডেল থানায় বাদী হয়ে মামলাটি করেন।

২০১৫ সালের ২৯ ডিসেম্বর ঢাকা সিএমএম আদালতের মিরপুর থানার জিআর শাখায় করা মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুর রহমান ক্রিকেটার শাহাদাত ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।