English Version
আপডেট : ৯ এপ্রিল, ২০১৬ ১৬:৪১

তনু ইস্যু: তৃতীয় দফায় জিজ্ঞাসাবাদ

অনলাইন ডেস্ক
তনু ইস্যু: তৃতীয় দফায় জিজ্ঞাসাবাদ

 

সিআইডির উচ্চ পর্যায়ের তদন্ত সহায়ক দলটি কুমিল্লায় তৃতীয় দফায় শনিবার সকাল থেকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। শনিবার বেলা সাড়ে ১০টা থেকে দুপর ২টা পর্যন্ত কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী মো. মনিরুল ইসলাকে কুমিল্লা সিআইডি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

সিআইডি সূত্রে জানা গেছে. মধ্যাহ্নভোজের বিরতির পর বিকাল থেকে রাত পর্যন্ত আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হবে। তনু হত্যা মামলা পর্যবেক্ষণে সিআইডির ডিআইজি (ক্রাইম-ইস্ট) মাহবুব মোহসিনসহ উচ্চ পর্যায়ের কর্মকর্তাগণ আগামি রোববার কুমিল্লায় যাবেন বলে জানা য়ায়।

তারা সিআইডি কার্যালয়ে তনু হত্যা মামলার বিষয়ে বৈঠক ও ঘটনাস্থল পরিদর্শন করার কথা রয়েছে। বৈঠকে তনু হত্যার রহস্য উদঘাটনে মামলার অগ্রগতি পর্যবেক্ষণ, তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করা হবে।

এ মামলার অগ্রগতির বিষয়ে সিআইডি কুমিল্লার বিশেষ পুলিশ সুপার ড. নাজমুল করিম খান সাংবাদিকদের জানান, তনু হত্যা মামলার রহস্য বের করতে ও জড়িতদের শনাক্তকরণে এরই মধ্যে অনেকের সাক্ষ্য নেয়া হয়েছে, আরও অনেকের সাক্ষ্য নেয়া হবে।