English Version
আপডেট : ৭ এপ্রিল, ২০১৬ ২০:১৪

সাংসদ ফারুককে উকিল নোটিশ দেন ইসি

অনলাইন ডেস্ক
সাংসদ ফারুককে উকিল নোটিশ দেন ইসি

রাজশাহীর-১ আসনের সরকার দলীয় সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় প্রার্থীদের মনোনয়ন বিতরণের অভিযোগে তাকে কারণ দার্শানোর নোটিশ দেয়া হয়।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) ইসির উপসচিব মো. সামসুল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে দলীয় প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র বিতরন ও মনোনয়নপত্র জমা দেওয়ার দিন একপাশে ওসি ও আরেকপাশে ইউএনওকে রেখে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

এর প্রেক্ষিতে তাকে আগামী তিন দিনের মধ্যে তার বিরুদ্ধে আনিত অভিযোগের কারণ দর্শানোর জন্য বলা হয়েছে।