English Version
আপডেট : ৭ এপ্রিল, ২০১৬ ০৩:২৭

রিক্সারোহী যুবকের ল্যাপটপ ছিনতাই

ষ্টাফ রিপোর্টার
রিক্সারোহী যুবকের ল্যাপটপ ছিনতাই
ছিনতাই প্রতীকী

রাজধানীর আদাবরে রিক্সারোহী যুবকের হাত থেকে ল্যাপটপ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাত ১১টার বাটা শো রুমের সামনে এই ঘটনা ঘটে। 

বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ফাহিম (২৭) জানান, তিনি অফিস শেষে বাসায় ফিরছিলেন। এসময় তাকে বহনকারী রিক্সাটি আদাবরের বাটা শো রুমের সামনে এলে পিছন থেকে দুই যুবক একটি সাদা রঙের মটরসাইকেলে চড়ে এসে তার হাতে থাকা ল্যাপটপের ব্যাগ ছিনিয়ে নেয়। এসময় তিনি চিৎকার করলে তারা দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থল একটু অন্ধকার থাকায় মটরসাইকেলটির নাম্বার ভালোভাবে দেখতে পাননি ফাহিম।

এব্যাপারে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, ফাহিম আদাবর থানায় একটি সাধারণ ডায়রি করেছে। ঘটনা জানার সঙ্গে সঙ্গে আমরা চেক পোস্টগুলো মটরসাইকেলে তল্লাশি শুরু করেছে।