English Version
আপডেট : ৬ এপ্রিল, ২০১৬ ১৪:০২

অর্থনীতিবিদ আবুল বারাকাতকে লিগ্যাল নোটিশ

ষ্টাফ রিপোর্টার
অর্থনীতিবিদ আবুল বারাকাতকে লিগ্যাল নোটিশ
সিনেট ভবনে অনুষ্ঠানে অর্থনীতিবিদ আবুল বারাকাত

 

ঢাকা: জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও ঢাকা বিশ্ব বিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক প্রফেসর আবুল বারাকাতকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

বুধবার সকালে আইনজীবী ইউনুছ আলী আকন্দ ডাক ও রেজিস্ট্রিযোগে এই লিগ্যাল নোটিশ পাঠান বলে সাংবাদিকদের জানিয়েছেন।

এরআগে গত শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠানে অর্থনীতিবিদ আবুল বারাকাত গবেষণার তথ্য তুলে ধরে বলেন, 'আমার বলতে দ্বিধা নেই, গবেষণাভিত্তিক কথা এটা, লোয়ার কোর্ট থেকে শুরু করে হাইকোর্ট পর্যন্ত আইনের রায় বেচাকেনা হয়।'

এ বক্তব্যে আদালত অবমাননা হয়েছে জানিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জবাব না দিলে সংবিধান অনুযায়ী আবুল বারাকাতের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আদালত অবমানার অভিযোগে মামলা করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, যেখানে মন্ত্রীকে আদালত অবমাননার অভিযোগ শাস্তি হিসেবে অর্থদ- দেয়া হয়েছে, তার চেয়ে বেশি গুরুত্বর আদালত অবমাননা করেছেন আবুল বারাকাত।

তিনি আরো বলেন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার সামনেই তিনি বিচার বিভাগ নিয়ে এ মন্তব্য করেছেন।

ইউনুছ আলী মনে করেন, তার অপরাধ আমারদেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের চেয়েও মারাত্মক, কারণ মাহমুদুর রহমান শুধু বলেছিল ‘চেম্বার কোর্ট মানেই স্টে’, তিনি তার চেয়ে কঠিন কথা বলেছেন। তাই তাকে ২৪ ঘণ্টার মধ্যে এই আদালত অবমাননার জবাব দিতে হবে। সঠিক সময়ের মধ্যে জবাব না দিলে তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করা হবে।