English Version
আপডেট : ৫ এপ্রিল, ২০১৬ ১৯:৫৭

নড়াইলে গৃহবধুকে কুপিয়েছে দুর্বৃত্তরা

উজ্জ্বল রায়
নড়াইলে গৃহবধুকে কুপিয়েছে দুর্বৃত্তরা

নড়াইল পল্লীতে গভীর রাতেে এক প্রবাসীর গৃহবধু সামিরার (২৭) ঘরে ঢুকে তাকে কুপিয়ে মারাত্বক জখম করেছে দুর্বৃত্তরা। এসময় দুর্বৃত্তরা স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায়। গত রোববার দিবাগত রাত একটার পরে এ ঘটনা ঘটেছে।

সামিরা দুই সস্তানের জননী। জখম সামিরাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দিবাগত গভীর রাতে ধলাইতলা গ্রামের (কুয়েত প্রবাসী) সৈয়দ শাহাদত হোসেনের বাড়িতে একদল দুর্বৃত্ত প্রবেশ করে। এসময় শাহাদত হোসেনের স্ত্রী সামিরা, তার দুটি শিশু সন্তান ও শিশু দেবরকে নিয়ে নিজ ঘরের ভেতরে ঘুমিয়ে ছিলেন।

হঠাৎ ঘরের বাথরুমের টিনের চালা ভেঙ্গে ২ জন দুর্বৃত্ত তার রুমের ভেতরে প্রবেশ করে। দুর্বৃত্তদের  মুখোশপরা অবস্থায়  দেখে চিৎকার করলে দুর্বৃত্তরা তাকে ধারালো ছুরি দিয়ে জখম করে। এবং প্রায় ৪ ভরি স্বর্ণালংকার, ২টি মোবাইল সেট ও নগদ ১ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।

আহত সামিরা বলেন, রাত একটায় ঘরের বাথরুমের টিনের চালা ভেঙ্গে দুই দুর্বৃত্ত রুমে প্রবেশ করে। এবং এসময় বাহিরে আরও কয়েকজন দুর্বৃত্ত অবস্থান করছিল বলে জানান।

এ বিষয়ে লোহাগড়া থানার সেকেন্ড অফিসার এস আই কে,এম জাফর আলী  বলেন, এটি ডাকাতির ঘটনা নয়। অসৎ উদ্দেশ্যে দুর্বৃত্তরা ঘরে ঢুকেছিল। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।