English Version
আপডেট : ৩ এপ্রিল, ২০১৬ ২৩:৫৮

মানহানির ৬৮টি মামলায় জামিন পেলেন মাহফুজ আনাম

ষ্টাফ রিপোর্টার
মানহানির ৬৮টি মামলায় জামিন পেলেন মাহফুজ আনাম

ঢাকা: ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম তার বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে দায়ের হওয়া মানহানির ৬৮টি মামলায় হাই কোর্ট থেকে আগাম জামিন নিয়েছেন। 

রোববার মাহফুজ আনামের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এম ইনায়েতুর রহিম এবং বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ তাকে চার সপ্তাহের আগাম জামিন দেন।

১/১১র সময়ে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় যাচাই না করে গোয়েন্দা সংস্থা ‘ডিজিএফআইয়ের’ সরবরাহ করা শেখ হাসিনার দুর্নীতির খবর প্রকাশ করেন মাহফুজ আনাম।  এ ঘটনায় তাকে আসামি করে সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে এই মামলাগুলো হয়।

মাহফুজ আনামের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিক-উল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবীর এবং সহকারী অ্যাটর্নি জেনারেল শহীদুল ইসলাম খান।

শহীদুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রীকে নিয়ে সংবাদ পরিবেশন করায় দেশের বিভিন্ন এলাকায় ৬৮টি মামলায় হাই কোর্ট তার আগাম জামিন মঞ্জুর করেছেন এবং আবেদন নিষ্পত্তি করে দিয়েছেন।’

সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দেশের শীর্ষ রাজনীতিবিদদের বিরুদ্ধে দুর্নীতির অসংখ্য মামলা হয়; গ্রেপ্তার করা হয় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকেও।

গত ৩ ফেব্রুয়ারি এক টেলিভিশন আলোচনায় মাহফুজ আনাম বলেন, যাচাই না করে তখন সংবাদ প্রকাশের ক্ষেত্রে ‘বিরাট ভুল’ করেছিলেন তিনি। তার ওই বক্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সমালোচনা হয়। ঢাকাসহ বিভিন্ন জেলায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও মানহানির অভিযোগে প্রায় একশ মামলা করেন সরকার সমর্থকরা।