English Version
আপডেট : ৩১ মার্চ, ২০১৬ ১৮:৪৯

চেক জালিয়াতি মামলায় জামিন রাব্বির

নিজস্ব প্রতিবেদক
চেক জালিয়াতি মামলায় জামিন রাব্বির

চেক জালিয়াতি মামলায় নারায়ণগঞ্জের সংস্কৃতিকর্মী রফিউর রাব্বির অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ।

বৃহস্পতিবার দুপুরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তার করা জামিন আবেদনের ওপর শুনানি শেষে চেম্বার বিচারপতি মির্জা হোসেইন হায়দার এ জামিন মঞ্জুর করেন।

একই সঙ্গে চেম্বার জজ লিভ টু আপিল আবেদনটি আগামী বছরের ৫ জানুয়ারি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য দিন ধার্য করে পাঠিয়ে দিয়েছেন। আদালতে রাব্বির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান।

মামলায় রফিউর রাব্বি ২৮ মার্চ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। এ সময় বিচারক মিয়াজী রাব্বিকে কারাগারে পাঠানোর নিদের্শ দেন। বুধবার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল মঞ্জুরের আবেদনের সঙ্গে চেম্বার আদালতে জামিনের আবেদনও করেন রাব্বি। সেই আবেদেনের শুনানি শেষে এই জামিন মঞ্জুর করা হয়।

২০১২ সালের ৮ ও ১৫ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংকে রাব্বি ৭০ লাখ টাকার দুটি চেক জালাল উদ্দিনকে প্রদান করেন। চেক দুটি ১৬ ফেব্রুয়ারি প্রত্যাখ্যাত হয়ে ২০ ফেব্রুয়ারি ফেরত আসে। পরবর্তীতে ২২ ফেব্রুয়ারি লিগ্যাল নোটিশের মাধ্যমে টাকা পরিশোধের অনুরোধ জানানো হয়। রাব্বি নোটিশ গ্রহণ করেন মার্চের ১ তারিখে, যার মেয়াদ শেষ হয় ৩০ মার্চ। কিন্তু টাকা পরিশোধ করেননি রাব্বি। পরে একই বছরের ২৫ এপ্রিল চেক জালিয়াতির বিরুদ্ধে ওই মামলাটি করা হয়।