English Version
আপডেট : ৩১ মার্চ, ২০১৬ ১৮:১৯

রুখবে জনগন স্লোগানে সমাবেশ কাল

ষ্টাফ রিপোর্টার
রুখবে জনগন স্লোগানে সমাবেশ কাল

‘খুন, ধর্ষণ, নিপীড়ন, রুখবে বাংলার জনগন’এমন স্লোগানে তনুর খুনিদের আটক, দৃষ্টান্তমূলক শাস্তিসহ চার দফা দাবিতে শুক্রবার নাগরিক সমাবেশ করবে গণজাগরণ মঞ্চ। 

কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বেলা ৩টায় শাহবাগের প্রজন্ম চত্বরে সমাবেশের ডাক দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শাহবাগে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি ঘোষণা করেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে, অবিলম্বে তনুর ধর্ষক ও হত্যাকারীদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, হাইকোর্ট কর্তৃক প্রণীত ‘যৌন নিপীড়ন বিরোধী নীতিমালা’ বাস্তবায়ন করা। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন প্রণয়ন করা। এবং সকল নারীর মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা।

ইমরান এইচ সরকার ঢাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনে যারা রাজপথে তনুকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, সবাইকে নিজ নিজ প্রতিষ্ঠান, সংগঠনের ব্যানারে শুক্রবারের নাগরিক সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, ন্যায়বিচার পেতে হলে আন্দোলন চালিয়ে যাওয়ার বিকল্প নেই। আমাদের ঐক্যবদ্ধ প্রতিবাদই পারবে তনুর খুনি ও ধর্ষকদের বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে।