English Version
আপডেট : ৩১ মার্চ, ২০১৬ ১০:২৬

নোয়াখালীতে ছিনতাইকারীর গুলিতে যুবক নিহত

মুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী প্রতিনিধি:
নিজস্ব প্রতিবেদক
নোয়াখালীতে ছিনতাইকারীর গুলিতে যুবক নিহত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ছিনতাইকারীদের গুলিতে নাম মো. ফারুক (২৪)এক যুবক নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার শরীফপুর গ্রামে এই ঘটনা ঘটে। তাঁর বাড়ি শরীফপুর গ্রামে। বাবার নাম নুরুল আমিন। ফারুক পেশায় মোটরসাইকেলের মেকানিক ছিলেন।

রাতেই খবর পেয়ে ঘটনাস্থল থেকে ফারুকের লাশ উদ্ধার করে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে তাঁর লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় লোকজনের ভাষ্য, ফারুক মাস ছয়েক আগে উপজেলার চৌমুহনী পূর্ব বাজারে ড্রিম হাসপাতালের কাছে মোটরসাইকেল মেরামতের একটি ওয়ার্কশপ দেন। গতকাল রাতে ওয়ার্কশপ বন্ধ করে ছোট ভাই মিলনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন ফারুক। পথে তিন-চারজন সন্দেহভাজন ছিনতাইকারী তাঁদের মোটরসাইকেল থামায়। তাঁদের সঙ্গে থাকা মুঠোফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। একপর্যায়ে ছিনতাইকারীরা ফারুককে গুলি করে। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

বেগমগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. জসিম উদ্দিন বলেন, সম্ভবত ছিনতাইকারীদের চিনে ফেলার কথা বলায় ফারুককে মাথায় গুলি করা হয়েছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।