English Version
আপডেট : ৩০ মার্চ, ২০১৬ ১৭:৫৭

কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ হয়নি আজ

নিজস্ব প্রতিবেদক
কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ হয়নি আজ

সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়নি আজ। সিলেট সিটি করপোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরী ছাড়া অন্য কোন আসামি আদালতে হাজির হননি। ফলে বিচারক সাক্ষ্য গ্রহণ করতে পারেননি।

সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে আগামীকাল বৃহস্পতিবার ফের সাক্ষ্যগ্রহণের কথা রয়েছে। 

ট্রাইব্যুনালের বিশেষ পিপি কিশোর কুমার কর জানান, বুধবার কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণের ধার্য্য তারিখ ছিল। কিন্তু আদালতের নির্ধারিত সময়ের মধ্যে আরিফুল হক চৌধুরী ছাড়া অন্য কোন আসামী হাজির ছিলেন না। তাই বিচারক মকবুল আহসান সাক্ষ্যগ্রহণ করতে পারেননি। 

অ্যাডভোকেট কিশোর কর জানান, কিবরিয়া হত্যা মামলার ৩২ আসামির মধ্যে ৮ জন জামিনে, ১৪ জন কারাগারে ও ১০ জন পলাতক রয়েছেন।