English Version
আপডেট : ২৯ মার্চ, ২০১৬ ১৯:১২

চেক জালিয়াতির মামলায় ত্বকীর বাবা কারাগারে

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নিজস্ব প্রতিবেদক
চেক জালিয়াতির মামলায় ত্বকীর বাবা কারাগারে
তানভীর মুহাম্মদ ত্বকীর বাবা রফিউর রাব্বি

চেক জালিয়াতির দুই মামলায় তানভীর মুহাম্মদ ত্বকীর বাবা রফিউর রাব্বিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মিয়াজী মোহাম্মদ শহীদুল আলম চৌধুরী।

মঙ্গলবার এই আদেশ দেন নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।   নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান জানান, ২০১২ সালে নারায়ণগঞ্জের উত্তর চাষাঢ়া এলাকার জালালউদ্দীন বাদী হয়ে রফিউর রাব্বির বিরুদ্ধে ৭০ লাখ টাকার দুইটি চেক জালিয়াতির মামলা করেন। সে মামলায় আজ সকালে আদালতে আত্মসমর্পণ করে রফিউর রাব্বি  জামিন চান। আদালত নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।