English Version
আপডেট : ২৮ মার্চ, ২০১৬ ১৪:৫৫

সম্পাদক মাসুদকে আত্মসমর্পণ নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
সম্পাদক মাসুদকে আত্মসমর্পণ নির্দেশ

বহুতল ভবনের নকশা জালিয়াতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় গ্লোব কনস্ট্রাকশনের চেয়ারম্যান ও দৈনিক জনকণ্ঠ সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আগামি ৭ দিনের মধ্যে অাদালতে আত্মসমর্পণ করতে এই সময় বেধে দেন।

সোমবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।

দুদকের পক্ষে আদালতে শুনানি করেন খুরশীদ আলম খান। আর আতিকউল্লাহ খান মাসুদের পক্ষে ছিলেন এস এম আবদুল মবিন।

মামলা সূত্রে, জনকণ্ঠ ভবনের নকশা জালিয়াতির অভিযোগে ২০০৭ সালের ৯ আগস্ট আতিকুল্লাহ খান মাসুদের বিরুদ্ধে মামলা করে দুদক। এর কিছুদিন পর এ মামলায় তাকে আটক করা হয়। ২০০৮ সালে নিম্ন আদালত জনকণ্ঠ সম্পাদককে সাত বছরের কারাদণ্ড দেন। নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আপিল দায়ের করলে ২০১০ সালের ২০ মে হাইকোর্ট আতিকুল্লাহ খানকে খালাস দেন। পরে এ রায়ের বিরুদ্ধে আপিল করে দুদক।

২০১৫ সালের ২৪ আগস্ট দুদকের আপিল গ্রহণ করে মামলাটি শুনানির জন্য কার্যতালিকায় আনেন আপিল বিভাগ। দীর্ঘদিন শুনানি শেষে সোমবার এ রায় দেওয়া হলো।