English Version
আপডেট : ২৭ মার্চ, ২০১৬ ১৬:৩৮

ব্যারিস্টার শাকিলার জামিন স্থগিত

নিজস্ব প্রতিবেদক
ব্যারিস্টার শাকিলার জামিন স্থগিত

হামজা ব্রিগেড নামে একটি জঙ্গি সংগঠনকে সহায়তার অভিযোগে করা দুই মামলায় ব্যারিস্টার শাকিলা ফারজানাকে হাইকোর্টের দেওয়া জামিন আরও তিন মাসের জন্য স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ রোববার এ আদেশ দেন।

এদিন আদালতে শাকিলার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

গত ২২ ফেব্রুয়ারি দুই মামলায় শাকিলাকে জামিন দেন হাইকোর্ট। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনে আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালত পরদিন শাকিলার জামিন স্থগিত করে তা নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে পাঠান। গত ২৯ ফেব্রুয়ারি আপিল বিভাগ শাকিলার জামিন ২০ মার্চ পর্যন্ত স্থগিতের আদেশ দেন।

রোববার ওই স্থগিতাদেশ আরও তিন মাস বাড়ানো হয়।

গত বছরের ১৮ আগস্ট রাতে জঙ্গি সংগঠন হামজা ব্রিগেডকে অস্ত্র কেনার জন্য এক কোটি আট লাখ টাকা যোগানদাতা হিসেবে চট্টগ্রামের বিএনপি নেতা সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে শাকিলাসহ তিনজনকে আটক করে র‌্যাব-৭। পরে তাদেরকে চট্টগ্রামের বাঁশখালী ও হাটহাজারী থানার দুই মামলায় আটক দেখানো হয়। নিম্ন আদালতে শাকিলার জামিন আবেদন নামঞ্জুর হলে গত ১২ জানুয়ারি তিনি হাইকোর্টে আবেদন করেন।