English Version
আপডেট : ২৬ মার্চ, ২০১৬ ১৫:২৮

তনু হত্যার বিচার হবে

নিজস্ব প্রতিবেদক
তনু হত্যার বিচার হবে

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের বিচার হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে শনিবার সকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তনু হত্যাকাণ্ডের পর রহস্য উদঘাটনে গোয়েন্দারা কাজ করছে। তাই তদন্তের আগে কিছু বলতে চাই না। ইতোপূর্বে ঘটে যাওয়া সকল হত্যাকাণ্ডের রহস্য যেমন উদঘাটন হয়েছে, তনু হত্যার রহস্যও উদঘাটন হবে।  হত্যাকারীদের বিচারের আওতায় আনা হবে।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, স্বাধীনতার ইতিহাসের অনেক কিছুই আমাদের শিশুদের অজানার মধ্যে ছিল। এর আগে বার বার ইতিহাস বিকৃতির চেষ্টা করা হয়েছিল। এখন মুক্তিযুদ্ধের সপক্ষের সরকার ক্ষমতায় রয়েছে। মুক্তিযুদ্ধের অনেক অজানা ইতিহাস জানাতে উদ্যোগ নেওয়া হয়েছে, অনেক অজানা প্রকাশ করা হচ্ছে। শিশুদের পাঠ্যপুস্তকেও এসব অজানা ইতিহাস পর্যায়ক্রমে যুক্ত করা হবে।

এর আগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সকালে রাজারবাগ পুলিশ লাইন স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক ও ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াও শহীদের প্রতি শ্রদ্ধা জানান।

২০ মার্চ রাত সাড়ে ১০টায় কুমিল্লা পাওয়ার হাউস এলাকায় সোহাগী জাহান তনুর রক্তাক্ত লাশ পাওয়া যায়। এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়। নিহত শিক্ষার্থীর বাবা ইয়ার হোসেন অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে কোতেয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।