English Version
আপডেট : ২৫ মার্চ, ২০১৬ ২০:৩২

চুয়াডাঙ্গায় অস্ত্র ও গুলিসহ গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

আব্দুর রহমান(জসিম), প্রতিনিধি চুয়াডাঙ্গা:
নিজস্ব প্রতিবেদক
চুয়াডাঙ্গায় অস্ত্র ও গুলিসহ গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

এক গৃহবধুকে বাড়ি থেকে তুলে নিয়ে গণধর্ষণ করা মামলার এজাহার নামীয় প্রধান আসামি দেলোয়ার হোসেন দুলুকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি দেশী তৈরি সাটারগান ও এক রাউন্ড তাজা গুলি।

গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় আটক করা দেলোয়ার হোসেন দুলুকে সাথে নিয়ে রাত দুটায় দুলুর বাড়িতে অভিযান চালিয়ে সাটারগান ও গুলি উদ্ধার করা হয়।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত হোসেন জানান, দামুড়হুদা উপজেলার কালিয়াবকরি গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে দেলোয়ার হোসেন দুলু একটি গণধর্ষণ মামলার এজাহার নামীয় আসামি। এছাড়াও সে দীর্ঘদিন ধরে মোবাইলফোনের মাধ্যমে দামুড়হুদা এলাকায় চাঁদাবাজি করে আসছিল। গোপন সূত্রে খবর পেয়ে দামুড়হুদা থানা পুলিশ বৃহস্পতিবার রাত আটটায় কালিয়াবকরি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে।

থানায় আনার পর জিজ্ঞাসাবাদে সে পুলিশ জানায়, তার কাছে সাটারগান ও গুলি আছে। দুলুর দেওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার রাত ২টায় পুলিশ দেলোয়ার হোসেন দুলুকে নিয়ে কালিয়াবকরি গ্রামে দেলোয়ার হোসেন দুলুর বাড়িতে অভিযান চালায়। দুলুর দেখিয়ে দেওয়া স্থান তার বসতঘরের চৌকির নিচে তল্লাশি চালিয়ে পুলিশ একটি সাটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করে।

ওসি আরো জানান, গত বছরের ২৬ ডিসেম্বর রাতে ৫-৬ জন দুবৃত্ত কালিয়াবকরি গ্রামের গৃহবধু তিন সন্তানের জননীকে (৪০) নিজ বাড়ি থেকে হাত-পা মুখে বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে পাশের মাঠে নিয়ে গণধর্ষণ করে। ওই মামলার এজাহারনামীয় আসামি দেলোয়ার হোসেন দুলু। মামলার পর থেকে সে আত্মগোপনে ছিল।