English Version
আপডেট : ২৫ মার্চ, ২০১৬ ১১:৪০

টঙ্গীতে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক
টঙ্গীতে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

টঙ্গীতে র‌্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ দিলু (৩০) নামের এক সন্ত্রাসী নিহত হয়েছেন বলে দাবি করেছে র‌্যাব। এ ঘটনায় র‌্যাবের দুইজন সদস্য আহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে টঙ্গী বন্দর এলাকায় এই ঘটনা ঘটে।

র‌্যাব-১ এর অধিনায়ক তুহিন মাসুদ জানান, টঙ্গীর নৌ বন্দর এলাকায় রাত ৩টার দিকে র‌্যাবের টহল যায়। এসময় টিমকে লক্ষ্য করে অজ্ঞাত সন্ত্রাসীরা হামলা করে। এ সময় র‌্যাবও পাল্টা গুলি চালায়। এসময় গুলিবিদ্ধ হয়ে এলাকার চিহ্নিত সন্ত্রাসী দিলু নিহত হয়। তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।