English Version
আপডেট : ২৪ মার্চ, ২০১৬ ১৫:৩৮

মৃত্যুদণ্ডপ্রাপ্ত নিজামীর সঙ্গে স্ত্রী-সন্তানদের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
মৃত্যুদণ্ডপ্রাপ্ত নিজামীর সঙ্গে স্ত্রী-সন্তানদের সাক্ষাৎ

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর সঙ্গে কাশিমপুর কারাগারে দেখা করেছেন তার স্ত্রী, সন্তান ও পুত্রবধূরা। কারাগারের একটি কক্ষে বৃহস্পতিবার দুপুরে প্রায় আধা ঘণ্টা সময় কাটান তারা।

কাশিমপুর কারাগার-২ এর জেলার মো. নাসির আহমেদ জানান, পারিবারিক ও রিভিউর বিষয়ে তারা কথা বলেছেন। দুপুর ১২টার দিকে মতিউর রহমান নিজামীর স্ত্রী বেগম সামসুন্নাহার নিজামী, ছেলে ব্যারিস্টার নাজীব মোমেন ওরফে নাজিবুর রহমান ও নাঈমুর রহমান, পুত্রবধূ ছালোয়া ও রাইয়ান দেখা করেন।

দুপুর পৌনে ১টার দিকে তারা কারা চত্বর ত্যাগ করেন। মতিউর রহমান নিজামীর রিভিউ আবেদন বিষয়ে ১৭ মার্চ দুপুরে কারাগারে তার আইনজীবী ছেলে ব্যারিস্টার নাজীব মোমেনসহ তিন আইনজীবী কথা বলেন। এর আগে ১৫ মার্চ বিকেলে নিজামীর আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। ১৫৩ পৃষ্ঠার রায়টি লিখেছেন আপিল বিভাগের বিচারপতি নাজমুন আরা সুলতানা।

দুপুরে ওই রায়ে স্বাক্ষর করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

একাত্তরে বুদ্ধিজীবী হত্যার দায়ে ৬ জানুয়ারি মতিউর রহমান নিজামীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ধর্মীয় অনুভূতিতে আঘাতের একটি মামলায় ২০১০ সালের ২৯ জুন মতিউর রহমান নিজামীকে আটক করা হয়।