English Version
আপডেট : ২৪ মার্চ, ২০১৬ ১১:১৪

মঠবাড়িয়ার ঘটনায় পুলিশের মামলা,আসামি ১৩’শ

পিরোজপুর প্রতিনিধি:
নিজস্ব প্রতিবেদক
মঠবাড়িয়ার ঘটনায় পুলিশের মামলা,আসামি ১৩’শ

পিরোজপুরের মঠবাড়িয়ায় ভোট গণনার সময় বিজিবির গুলিতে পাঁচজন নিহত হওয়ার ঘটনায় অজ্ঞাতনামা ১৩০০জনকে আসামি করে মামলা করেছে পুলিশ।

বুধবার পুলিশের উপপরিদর্শক (এসআই) সানোয়ার আলী খান বাদী হয়ে মামলাটি করেছে বলে জানিয়েছে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান।

মামলার এজাহারে বলা হয়, ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিন কেন্দ্র ঘেরাও করে ব্যালট ছিনতাই, সরকারি কাজে বাধা, সরকারি কাজে ব্যবহৃত গাড়ি ভাঙচুর, ভোটকেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ করা হয়েছে।

মামলায় উল্লেখ করা হয়েছে, ঘটনার সময় সরকারি সম্পত্তি রক্ষা ও আত্মরক্ষার্থে গুলি ছুড়েছে বিজিবি।

ইউপি নির্বাচনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে ধানীসাফা ইউনিয়নের সাফা ডিগ্রি কলেজ ভোটকেন্দ্রের বাইরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে পাঁচজন নিহত হন। আহত হন ২০-২৫ জন। বুধবার বিকেলে লাশ বুঝে পাওয়ার পর সন্ধ্যায় তাদের দাফন সম্পন্ন হয়েছে।

তবে আওয়ামী লীগ নেতা ও স্থানীয় মানুষের অভিযোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়াবাড়িতেই এ ঘটনা ঘটেছে।

এই ঘটনা তদন্তে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে দুটি কমিটি করা হয়েছে।নির্বাচনী কর্মকর্তা বলছেন, আত্মরক্ষার্থে বিজিবি গুলি করেছে।