English Version
আপডেট : ২৩ মার্চ, ২০১৬ ১৮:০৩

বিয়ে না দেয়ায় কিশোরীর আত্মহত্যা

বিয়ে না দেয়ায় কিশোরীর আত্মহত্যা

রাজধানীর তুরাগ থানাধীন বাউনিয়া এলাকায় বিয়ে না দেয়ায় পরিবারের সদস্যদের সঙ্গে অভিমান করে মাহফুজা (১৩) নামে একজন কিশোরীর আত্মহত্যার খবর পাওয়া গেছে।

মৃত মাহফুজার বাবা নাম সুরুজ মিয়া।  তাদের গ্রামের বাড়ী ময়মনসিংহের ইশ্বরগঞ্জ থানার চরশংকর গ্রামে।  বর্তমানে তারা তুরাগের বাউনিয়ায় আসলামের বাড়ীতে ভাড়া থাকেন।

জানা গেছে, মাহফুজার সঙ্গে একই বাড়ীর ভাড়াটিয়া কাঠ মেস্ত্রী ফরিদের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক গড়ে উঠে।  গতকাল ফরিদের আত্মীয়রা  মাহফুজার পরিবারের কাছে বিয়ের প্রস্তুাব নিয়ে গেলে বয়স কম হওয়ায় তারা এই মুহূর্তে মেয়ে বিয়ে দিতে অস্বীকৃতি জানায়।  পরিবারের সদস্যরা তাকে নানা ভাবে বুঝানোর চেষ্টা করেন।  

এরপর আজ বুধবার বেলা ১১টায় ঘরের সবার অলক্ষ্যে আড়ার সঙ্গে ওড়না প্যাচিয়ে আত্মহত্যা করে।

পরে তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ন লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেলের মর্গে প্রেরণ করেন।  ঘটনার সত্যতা নিশ্চিত করেন তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবে খোদা।  এব্যাপারে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে যার নং (৭) তারিখ ২৩/০৩/২০১৬ ইং।