English Version
আপডেট : ২২ মার্চ, ২০১৬ ১৫:০৪

স্বাধীন দেশেই মুক্তিযোদ্ধা হত্যা

নিজস্ব প্রতিবেদক
স্বাধীন দেশেই মুক্তিযোদ্ধা হত্যা

পরাধীন রাষ্ট্রে নয় স্বাধীন দেশেই হত্যা হয়েছে মুক্তিযোদ্ধা হোসেন আলী (৬৫)।  আজ ভোরে কুড়িগ্রাম শহরের গাড়িয়ালপাড়া গ্রামে এই  মুক্তিযোদ্ধাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল ৭টার দিকে গাড়িয়ালপাড়া গ্রামের গড়ের পাড় এলাকায় হোসেন আলী রাস্তায় হাঁটছিলেন। এসময় উল্টো দিক থেকে একটি মোটরসাইকেলে তিনজন দুর্বৃত্ত এসে হোসেন আলীকে কুপিয়ে ও ককটেল ফাটিয়ে চলে যায়। ঘটনাস্থলেই হোসেন আলী মারা যান।

জানা যায়, হোসেন আলী ১৯৯৯ সালে সপরিবারে ধর্মান্তরিত হয়ে খ্রিস্টানধর্ম গ্রহণ করেছিলেন। তিনি একজন অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী ছিলেন।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জমির উদ্দিন জানান, ঘটনাস্থল পরিদর্শন করে তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।