English Version
আপডেট : ২২ মার্চ, ২০১৬ ০১:১৩

তুরাগে দুই বিদেশি আটক

নিজস্ব প্রতিবেদক
তুরাগে দুই বিদেশি আটক

রাজধানীর তুরাগ থানা এলাকা থেকে দুই বিদেশিকে আটক করেছে স্পেশাল ব্রাঞ্চের সদস্যরা। সোমরার বেলা ১১টায় তুরাগের হাবিব মার্কেট থেকে তাদের আটক করা হয়। 

আটকৃতরা হলেন- মাইকেল চৌকুকা জাশাহ (২৫) এবং অনাইও জারমিরাহ ওগাগ্যাবা (৩০)। তারা নিজেদের নাইজেরিয়ান নাগরিক বলে পরিচয় দিয়েছেন।

পুলিশ সূত্রে জানান যায়, সোমবার দুপুরে  স্পেশাল ব্রাঞ্চের সদস্যরা ওই দুই ব্যক্তির চলাফেরা সন্দেহ জনক হওয়ায় তাদের চ্যালেঞ্জ করে। পরে জিজ্ঞাসাবাদে জানা গেছে তাদের কাছে কোনো পাসপোর্ট অথবা ভিসা নেই।

পরে বিকাল ৩টায় অবৈধ অনুপ্রবেশের দায়ে স্পেশাল ব্রাঞ্চের উপ পরিদর্শক (এসআই) নুরুল কবির সরকার বাদীয় হয়ে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলা নং ১০ তারিখ ২১-০৩-২০১৬ইং।  আগামীকাল তাদের আদালতে পাঠানো হবে।