English Version
আপডেট : ২১ মার্চ, ২০১৬ ১৮:৪৯

নারায়ণগঞ্জে সাত খুন সাক্ষ্যগ্রহণ ২৮ মার্চ

নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জে সাত খুন সাক্ষ্যগ্রহণ ২৮ মার্চ

নারায়ণগঞ্জে সাত খুন মামলার সাক্ষ্যগ্রহণ ২৮ মার্চ ধার্য করেছে আদালত। সোমবার দুই পুলিশ সদস্যসহ ৭ জনের সাক্ষ্যগ্রহণ করেছে জ্যেষ্ঠ বিচারিক হাকিম কে এম মহিউদ্দিন।

এরআগে সোমবার সকাল সাড়ে ১০টা হতে নারায়ণগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে ৭ খুনের ঘটনায় আটক ২৩ আসামির উপস্থিতিতে সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শুরু হয়।   শুরুতেই সাক্ষ্যগ্রহণ স্থগিত রাখতে ষষ্ঠবারের মতো আবেদন করেছেন মামলার প্রধান আসামি নূর হোসেন ও চাকরিচ্যুত  র‌্যাব কর্মকর্তা লে. কর্নেল তারেক সাঈদের পক্ষের আইনজীবীরা। তবে আদালত তাৎক্ষণিক এ ব্যাপারে কোনো আদেশ দেয়নি।   আদালতে তারেক সাঈদ ও নূর হোসেনের পক্ষের আইনজীবীরা আদালতকে জানান, ৭ খুন মামলা বাতিল ও অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। রিটের নিষ্পত্তি এখনও হয়নি। তাই এখন বাদীকে (সেলিনা ইসলাম বিউটি) ও এ দুইজনের (তারেক সাঈদ ও নূর হোসেন) পক্ষে জেরা করা যাচ্ছে না। সময় প্রয়োজন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন জানান, সোমবার নির্ধারিত সাক্ষ্যগ্রহণের দিন সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ করা হবে। সাক্ষীকে জেরা করছে আসামি পক্ষের আইনজীবীরা।   ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জের লিংক রোড থেকে দুপুরে জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকার ও প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণের পর হত্যা করে তাদের লাশ শীতলক্ষ্যায় ফেলে দেয়া হয়। ৩০ এপ্রিল ছয়জন এবং পরের দিন একজনের মৃতদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দুটি মামলা হয়।