English Version
আপডেট : ২১ মার্চ, ২০১৬ ১৮:৩১

শরীয়তপুরে যুবকে মারধর করে অধলাখ টাকা ছিনতাই

রাজন
শরীয়তপুরে যুবকে মারধর করে অধলাখ টাকা ছিনতাই

শরীয়তপুর সদর উপজেলার মনোহর বাজার সংলগ্ন হিজলতলায় এক যুবকে এলোপাথারি মারধর করে ৫০ হাজার টাকা ছিনতাই ঘটনা ঘটে। এ ব্যাপারে গত শনিবার পালং মডেল থানায় একটি সাধারণ ডায়রী করা হয়েছে।

জানা যায়, শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর গ্রামের হাকিম সরদারের ছেলে মোবারক সরদার (২৫) শক্রবার সন্ধ্যায় মামা ওয়াহিদ সরদারের কাজ থেকে ৫০ টাকা নিয়ে নিজ বাড়িতে রওনা দেয়। এসময় পথে হিজলতলায় পিছন থেকে আংগারিয়া ইউনিয়নের চরপাতাং গ্রামের আলাল মোল্লার ছেলে হাফেজ মোল্লা (২৫) এবং বিল্লাল মোল্লার ছেলে নজরুল মোল্লা (২২) মোবারকের মাথায় কাঠ দিয়ে আঘাত করে। এ আঘাতে মোবারক মাটিতে পরে যায়। মাটিতে পরে গেলে এলোপাথারি মারধর করতে থাকে তার দুইজনে। তখন ওর কাছে থাকা ৫০ হাজার টাকা পকেট থেকে হাফেজ ও নজরুল ছিনতাই করে নিয়ে যায়।

মোবারক অসুস্থ হয়ে পরলে তাৎক্ষনিক স্থানীয়রা  মোবারক সরদারকে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে।

মোবারক সরদারের মামা ওয়াহিদ সরদার বলেন, আমার ভাগিনা ব্যবসার জন্য আমার কাছ থেকে ৫০ হাজার টাকা ধার হিসেবে নেয়। সেই টাকা নিয়ে বাড়িতে যাওয়ার সময় হাফেজ মোল্লা ও নজরুল মোল্লা ভাগিনাকে মারধর করে টাকাগুলো ছিনতাই করে নিয়ে যায়। ওরা এলাকার সন্ত্রাসী বলে সবাই যানে। ওদের বিচার চাই।

হাফেজ মোল্লার পিতা আলাল মোল্লা বলেন, গত বুধবার মোবারক সরদার আমার ছেলেকে মেরেছে। তাই মোবারককে একলা পেয়ে ওরা মেরেছে। এটা আমি শুনেছি। কিন্তু ছিনতাই এর ঘটনা সম্পূর্ণ মিথ্যা।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ খলিলুর রহমান বলেন, ব্যাপারটি আমি শুনেছি। ওরা লিখিত অভিযোগ করেছে। তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেব।