English Version
আপডেট : ২০ মার্চ, ২০১৬ ২১:২৮

বরিশালের বদ্ধ কক্ষে মহুরীর লাশ

নিজস্ব প্রতিবেদক
বরিশালের বদ্ধ কক্ষে মহুরীর লাশ

বরিশালের আবাসিক হোটেল মাহ্মুদিয়ার একটি বদ্ধ কক্ষ থেকে সফিকুল ইসলাম বাদল নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকাল সাড়ে ১০ টার দিকে ওই হোটেলের থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

বাদল জেলার মুলাদী উপজেলার ছোট লক্ষ্মীপুর গ্রামের আহমদ আলীর ছেলে এবং পেশায় তিনি আইনজীবীর সহকারী।

কোতয়ালী মডেল থানার ওসি সাখাওয়াত হোসাইন জানান, বাদল দীর্ঘদিন ধরে ওই হোটেলের ৪ নম্বর কক্ষে ভাড়া থেকে জেলা জজ আদালতে আইনজীবী সহকারীর (মহুরী) কাজ করতেন।

রোববার সকালে হোটেল কর্তৃপক্ষের খবরের প্রেক্ষিতে ভেতর থেকে তালাবদ্ধ কক্ষের দরজা ভেঙে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।