English Version
আপডেট : ২০ মার্চ, ২০১৬ ১১:১৯

খাদ্যমন্ত্রীর নিঃশর্ত ক্ষমার আবেদন খারিজ

ষ্টাফ রিপোর্টার
খাদ্যমন্ত্রীর নিঃশর্ত ক্ষমার আবেদন খারিজ

বিচারাধীন বিষয় ও প্রধান বিচারপতিকে নিয়ে খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের ব্যাখ্যা গ্রহণ করেনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এ সময় নিঃশর্ত ক্ষমা চেয়ে খাদ্যমন্ত্রীর আবেদনও খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ৭ বিচারপতির বেঞ্চ এসব আদেশ দেন।   

প্রধান বিচারপতি ও বিচারাধীন বিষয়ে বিরূপ মন্তব্যের ব্যাখ্যা ও শো’কজ নোটিশের জবাব দিতে আগামী ২৭ মার্চ ফের সর্বোচ্চ আদালতে হাজির হতে হবে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে।

এর আগে সকালে সর্বোচ্চ আদালতের তলবে আজ সকাল ৯টায় নির্দিষ্ট সময়েই আদালতে হাজির হন দুই মন্ত্রী। ওই দিন আদালতে মোজাম্মেল হকের পক্ষে ছিলেন ব্যারিস্টার রফিক-উল হক। কামরুল ইসলামের পক্ষে ছিলেন আবদুল বাসেত মজুমদার। শুনানি শেষ আদালত খাদ্যমন্ত্রীর ব্যাখ্যায় সন্তুষ্ট হতে না পেরে তা খারিজ করে দেন।