English Version
আপডেট : ২০ মার্চ, ২০১৬ ০৯:৪৭
আদালত অবমাননা

নিঃশর্ত ক্ষমা চেয়ে দুই মন্ত্রী আদালতে হাজির

অনলাইন ডেস্ক
নিঃশর্ত ক্ষমা চেয়ে দুই মন্ত্রী আদালতে হাজির

বিচারাধীন বিষয় নিয়ে মন্তব্য করায় আদালত অবমাননার রুলের জবাব দিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে হাজির হয়েছেন সরকারের দুই প্রভাবশালী মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও কামরুল ইসলাম।

আজ রোববার (২০ মার্চ) সকালে বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে নয় সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি শুরু হবে।

প্রধান বিচারপতির সঙ্গে পূর্ণাঙ্গ বেঞ্চে আছেন বিচারপতি আবদুল ওয়াহাব মিয়া, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি মো. ইমান আলী, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি নিজামুল হক নাসিম, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি বজলুর রহমান।

অবশ্য খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজ্জাম্মেল হক আইনজীবীর মাধ্যমে গত ১৪ মার্চ বিচার বিভাগকে নিয়ে মন্তব্যের দশ দিনের মাথায় নি:শর্ত ক্ষমা চেয়েছেন।

এরআগে সকাল ৯টায় নির্ধারিত সময়ের আগেই আদালত কক্ষে হাজির হন সরকারের এই দুই মন্ত্রী।

জামায়েতের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া মীর কাসেম আলীর আপিলের রায়কে কেন্দ্র করে প্রধান বিচারপতির বক্তব্যের সমালোচনা করে গত ৫ মার্চ রাজধানীতে এক সেমিনারে বক্তব্য দেন সরকারের দুই মন্ত্রী কামরুল ইসলাম ও আ ক ম মোজাম্মেল হক। প্রধান বিচারপতি তাঁর আসনে থাকতে চাইলে ‘অতিকথন’ বন্ধ করা উচিত বলে মন্তব্য করেন এক মন্ত্রী।

একই সঙ্গে মীর কাসেম আলীর মামলায় আপিল বিভাগের শুনানিতে প্রধান বিচারপতি যেসব মন্তব্য করেছেন, তার পরিপ্রেক্ষিতে তাঁকে বাদ দিয়ে নতুন বেঞ্চ গঠন করে ওই মামলায় পুনরায় শুনানি করার আহ্বান জানান দুই মন্ত্রী।