English Version
আপডেট : ১৮ মার্চ, ২০১৬ ১১:৩৫

যৌতুক না দেয়ায় ৩০বছর পর দ্বিতীয় বিয়ে!

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি:
নিজস্ব প্রতিবেদক
যৌতুক না দেয়ায় ৩০বছর পর দ্বিতীয় বিয়ে!

নড়াইলের লোহাগড়ায় স্বামীর যৌতুকের দাবি পূরণ না করায় প্রথম রেখেই গোপনে দ্বিতীয় বিয়ে করেছে। থানার অভিযোগ সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার ইতনা গ্রামের মৃত হরিদাস রায়ের ছেলে শিবু রায়ের সাথে ৩০ বছর পূর্বে ফরিদপুর জেলার বোয়ালমারী থানার দক্ষিণ কামার গ্রামের রঞ্জিত বিশ্বাসের মেয়ে সাধানা রায়ের বিয়ে হয়। তাদের দির্ঘদিন সংসার জীবনে তিনটি সন্ত্রান রয়েছে। বিয়ের শুরু থেকেই শিবু রায় যৌতুকের জন্য স্ত্রী সাধানাকে চাপ দিয়ে আসছিল। সাধনা সন্ত্রানদের মুখের দিকে তাকিয়ে বাবার বাড়ি থেকে বিভিন্ন সময়ে জমিজমা, গরু, গাছ-পালা বিক্রয় করে স্বামী শিবু রায়কে টাকা এনে দিত। কিন্তু নারী লোভী ও মাদাকাক্ত শিবু রায় স্ত্রীর দেওয়া টাকা বিভিন্ন ভাবে নষ্ট করে ফেলে পরিবারের লোকজনের মধ্যে অসান্তি’র সৃষ্টি করে।

সম্প্রতি যৌতুকের ৫০ হাজার টাকার জন্য চাপ দিলে সাধানা টাকা দিতে না পারায় তাকে ছেলে-মেয়েদের সামনে শারীরিকভাবে নির্যাতন করে। লম্পট ও নেশাগ্রস্থ শিবু রায় গত ১২ মার্চ মাদারিপুর জেলার হবিগঞ্জ এর মিলন বিশ্বাসের মেয়ে মনিকা বিশ্বাস (৩৫)কে গোপনে বিয়ে করে গোপালগঞ্জের আড়পাড়া-লক্ষ্মীপুর গ্রামে আত্মীয়ের বাড়িতে বসবাস করছে।

দ্বিতীয় বিবাহ করার কারণ জানতে চাইলে শিবু রায় প্রথম স্ত্রী সাধনা রায় ও তার ছেলে-মেয়েদের হত্যার হুমকি প্রদান করে এবং জমাজমি বিক্রয় করে দ্বিতীয় স্ত্রী মনিকাকে নিয়ে ভারত চলে যাওয়ার ভয় দেখায়। এ ঘটনায় সাধানা বাদী হয়ে বৃহস্পতিবার সকালে লোহাগড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছে।