English Version
আপডেট : ১৮ মার্চ, ২০১৬ ১১:১৯

আফগানিস্তানে ব্র্যাকের দুই কর্মকর্তা অপহৃত

পাবনা প্রতিনিধি:
অনলাইন ডেস্ক
আফগানিস্তানে ব্র্যাকের দুই কর্মকর্তা অপহৃত

আফগানিস্তানে কর্মরত বেসরকারি এনজিও সংস্থা ব্র্যাকের দুই কর্মকর্তাকে অস্ত্রের মুখে জঙ্গিরা অপহরণ করেছে বলে খবর পাওয়া গেছে। অপহৃতরা হলেন, আফগানিস্তানে ব্র্যাকের প্রধান প্রকৌশলী হাজি শওকত (৫০) এবং প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম (৩৭)।

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে তাঁদের অপহরণ করা হয়। এঁদের মধ্যে হাজি শওকতের বাড়ি পাবনা শহরে ও সিরাজুলের বাড়ি দুবলিয়া গ্রামে।

ব্র্যাকের মানবসম্পদ বিভাগের কর্মকর্তা সাবেরা গুলরুখ জানান, আফগানিস্তানের কুন্ডু এলাকা থেকে প্রাইভেটকারযোগে বাগলান শহরে যাওয়ার পথে ব্র্যাকের দুই কর্মকর্তাকে অস্ত্রের মুখে অপহরণ করে একটি জঙ্গিগোষ্ঠী। বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে বলেও জানান তিনি।

এদিকে অপহৃত ব্যাক কর্মকর্তা সিরাজুলের চাচাতো ভাই আনসার ও ভিডিপি ব্যাংকের পরিচালক আবদুল খালেক খান বলেন, এই খবর শোনার পর পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা অপহৃতদের উদ্ধারে সরকারের সহায়তা কামনা করেছেন।