English Version
আপডেট : ১৭ মার্চ, ২০১৬ ১১:২৩

বাড়ী পৌঁছানোর কথা বলে মাদ্রাসার ছাত্রীকে গণধর্ষণ

নীলফামারী প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
বাড়ী পৌঁছানোর কথা বলে মাদ্রাসার ছাত্রীকে গণধর্ষণ

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় এক মাদ্রাসার ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই ছাত্রী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

  জানা গেছে, বুধবার বিকাল পাঁচটার দিকে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে পরিচিত এক পিকাপ ভ্যান চালক তাকে বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে গাড়িতে তোলে। পরে কিশোরগঞ্জ উপজেলার অবিলের বাজার এলাকায় নিয়ে যায়। সেখানে ওই ভ্যানচালকসহ আরো দুই যুবক তাকে ধর্ষণ করে অচেতন অবস্থায় ফেলে যায়। সে  একটি দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী এবং জলঢাকার টটুয়াপাড়া গ্রামের বাসিন্দা।   রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা জানিয়েছে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার অবস্থা আশঙ্কাজনক।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, ‘তিনিও ঘটনা কথা সাংবাদিকদের কাঝ থেকে শুনেছেন। তবে থানায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।