English Version
আপডেট : ১৬ মার্চ, ২০১৬ ২১:১১

আতিউরকে গ্রেফতার চেয়ে হাইকোর্টে রিট

নিজস্ব প্রতিবেদক
আতিউরকে গ্রেফতার চেয়ে হাইকোর্টে রিট

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভে থাকা বাংলাদেশের অর্থ ‘হ্যাকিংয়ের’ মাধ্যমে ৮০০ কোটি টাকা চুরির ঘটনায় পদ থেকে সরিয়ে দেয়া গভর্নর ড. আতিউর রহমানকে অবিলম্বে গ্রেপ্তার ও তার পাসপোর্ট জব্দ চেয়ে হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী। একইসঙ্গে রিজার্ভ চুরির ঘটনা তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের আর্জি জানানো হয়েছে।

বুধবার দুপুরে সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন।

এরআগে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার (প্রায় ৮০০ কোটি টাকা) চুরি হওয়ার ঘটনায় গভর্নর আতিউর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তার পদত্যাগপত্র জমা দেন।