English Version
আপডেট : ১৬ মার্চ, ২০১৬ ১০:১৭

কাশিমপুর কারাগারে নিজামীর মৃত্যু পরোয়ানা

গাজীপুর প্রতিনিধি:
নিজস্ব প্রতিবেদক
কাশিমপুর কারাগারে নিজামীর মৃত্যু পরোয়ানা

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যু পরোয়ানা ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কারাগারে পৌঁছেছে।

আজ বুধবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৯ টার দিকে মৃত্যু পরোয়ানাটি কাশিমপুর কারাগারে পৌঁছে বলে জানা গেছে। 

এরআগে মঙ্গলবার দুপুরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর আপিল মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এ পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন। এর আগে রায়ে স্বাক্ষর করেন প্রধান বিচারপতি এস কে সিনহাসহ আপিল মামলার রায় প্রদানকারী চার বিচারপতি। আপিল বিভাগের অন্য বিচারপতিরা হলেন, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ।