English Version
আপডেট : ১৬ মার্চ, ২০১৬ ০০:০৩

জামায়াত আমির নিজামীর মৃত্যু পরোয়ানা কারাগারে

নিজস্ব প্রতিবেদক
জামায়াত আমির নিজামীর মৃত্যু পরোয়ানা কারাগারে

যুদ্ধাপরাধের  মামলায় মৃত্যুদন্ড প্রাপ্ত জামায়াত নেতা মাওলানা মতিউর রহমান নিজামীর মৃত্যু পরোয়ানা জারি করেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মঙ্গলবার রাত সাড়ে ৯টায় দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। তবে, আইন অনুযায়ী নিজামী ১৫ দিনের মধ্যে আপিল বিভাগের রায় পুনর্বিবেচনার আবেদন করতে পারবেন তিনি।   এবছরের ৬ জানুয়ারি আপিল বিভাগ এক সংক্ষিপ্ত রায়ে মতিউর রহমান নিজামীর করা আপিল খারিজ করে রায় দেন। রায়ে নিজামীর মৃত্যুদণ্ড বহাল রাখেন দেশের সর্বোচ্চ আদালত। 

এরআগে ২০১৪ সালের ২৯ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ নিজামীকে মৃত্যুদণ্ড দেন। মুক্তিযুদ্ধের সময় পাবনা জেলায় ৪৫০ জনকে গণহত্যা, ৪০ জনকে ধর্ষণ ও পরিকল্পিতভাবে বুদ্ধিজীবী হত্যার দায়ে রাষ্ট্রপক্ষে আনিত ১৬টি অভিযোগের মধ্যে ৮টি অভিযোগ প্রমাণিত হয়।