English Version
আপডেট : ১৪ মার্চ, ২০১৬ ০১:০৫

পাসপোর্ট দালালচক্রের সদস্যকে ১০ দিনের কারাদণ্ড

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধিঃ
পাসপোর্ট দালালচক্রের সদস্যকে ১০ দিনের কারাদণ্ড

নড়াইল পাসপোর্ট অফিসের দালালচক্রের সদস্য রিপন কুমার সিকদারকে (২৩) দশদিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

রোববার (১৩ মার্চ) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন এ দন্ডাদেশ দেন। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নড়াইল পৌর এলাকার মহিষখোলার রিপন দীর্ঘদিন ধরে পাসপোর্ট প্রার্থীদের কাজ থেকে অবৈধ ভাবে ৫ থেকে ১০ হাজার টাকা নিয়ে দ্রুত পাসপোর্ট পেতে সহযোগিতা করে আসছিল। এ দালালচক্রের সাথে আরো ১৫-২০ জন জড়িত রয়েছে বলে জানিয়েছে রিপন। এ খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন দালালচক্রের সদস্য রিপনকে দশদিনের কারাদন্ড দেন।