English Version
আপডেট : ১৩ মার্চ, ২০১৬ ১৬:১০

২ মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন নূর হোসেনের

নিজস্ব প্রতিবেদক
২ মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন নূর হোসেনের

নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় চলা দুই মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন মামলার অন্যতম আসামি নূর হোসেন।

রোববার হাইকোর্টে এ রিটটি দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী লুৎফর রহমান।

এর আগে সাত খুনের মামলার অন্যতম আসামি র‍্যাব-১১ এর সাবেক অধিনায়ক তারেক সাঈদ মোহাম্মদ একটি মামলা বাতিল চেয়ে আবেদন করেন। আবেদনের শুনানিতে গত সপ্তাহে হাইকোর্টের একটি বেঞ্চ বিব্রত বোধ করেছেন।

২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ শহরের কাছ থেকে পৌর কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। এর তিনদিন পর সাতজনেরই মৃতদেহ শীতলক্ষ্যা নদীতে পাওয়া যায়। এই ঘটনায় আরেক কাউন্সিলর নূর হোসেনকে প্রধান আসামি করে দুটি মামলা করা হয়।

অভিযোগ করা হয়, নূর হোসেনের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা নিয়ে তার প্রতিপক্ষকে খুন করেছে র‍্যাব। মামলার পরপরই পুলিশ র‍্যাব-১১ এর সাবেক অধিনায়ক তারেক সাঈদ মোহাম্মদ, কর্মকর্তা মেজর (অব.) আরিফ হোসেন ও লে. কমান্ডার (অব.) এম এম রানাকে আটক করে।

তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলার আরেক আসামি নূর হোসেন পালিয়ে ভারতে গেলেও সেখানে ধরা পড়েন। পরে তাকে দেশে ফিরিয়ে আনা হয়। নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনার পর এই দুই মামলায় অভিযোগ গঠন করা হয়। মামলাটি এখন সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।