English Version
আপডেট : ১৩ মার্চ, ২০১৬ ০৯:৩৭

ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমান ভারতীয় আতসবাজি জব্দ

নিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমান ভারতীয় আতসবাজি জব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাব ও গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে ১৯ হাজার প্যাকেট ভারতীয় আতসবাজি জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ১৯ লাখ টাকা।

শনিবার রাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া শহর বাইপাস এলাকার পুনিয়াউট মোড়ে অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। এতো বড় চালান এক সঙ্গে আনার পেছনে নাশকতার উদ্দেশে আছে কী না খতিয়ে দেখছেন গোয়েন্দারা।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবী হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঢাকা মেট্রো-ঢ-১১-৭৪৬৩ পিকআপ থেকে আতশবাজী গুলো উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ি রেখেই পালিয়ে যায় চালক। বর্তমানে আতসবাজিসহ পিকআপ ভ্যানটি গোয়েন্দা পুলিশের কার্যালয়ে রাখা হয়েছে।