English Version
আপডেট : ১২ মার্চ, ২০১৬ ১৩:০০

আটক ইয়াবা ব্যবসায়ীকে ছিনিয়ে নেয় সহযোগিরা

নিজস্ব প্রতিবেদক
আটক ইয়াবা ব্যবসায়ীকে ছিনিয়ে নেয় সহযোগিরা
কক্সবাজারের টেকনাফ উপজেলায় পুলিশের ওপর হামলা চালিয়ে আটক নুরুল হুদা নামের এক আসামিকে ছিনিয়ে নিয়েছে ইয়াবা ব্যবসায়ীরা। নুরুল হুদা ১২ মামলার আসামি। পাশপাশি পুলিশের তালিকতাভুক্ত শীর্ষ ইয়াবা ব্যবসায়ীও। এ ঘটনায় এক উপ-পরিদর্শকসহ পাঁচজন আহত হয়েছেন।
 
শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলীখালি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, শীর্ষ ইয়াবা ব্যবসায়ী ও ১২ মামলার পলাতক আসামি নুরুল হুদা বাড়িতে আছে এমন সংবাদ পেয়ে পুলিশ শুক্রবার রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকার অভিযানে যায়। নুরুল হুদাকে আটক করে নিয়ে আসার সময় ইয়াবা ব্যবসায়ী সিন্ডিকেটের অন্য সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়া পড়া অবস্থায় তাকে ছিনিয়ে নিয়ে যায়। এসময় ইয়াবা ব্যবসায়ীদের হামলায় টেকনাফ মডেল থানা পুলিশের এসআই সুবীর পালসহ পাঁচজন আহত হয়েছেন। বাকী চারজন হলেন- কনস্টেবল দিদারুল আলম, মো. আলা উদ্দিন এবং আনসার সদস্য শহিদুল ইসলাম, সোলতান আহম্মদ। তাদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. মান্নান জানান, আহতদের মধ্যে আনসার সদস্য সোলতান আহম্মদের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে কক্সবাজার সদর হাতাপাতালে পাঠানো হয়েছে। সোলতানের মাথায় দা’র কুপ এবং শরীরের বিভিন্ন স্থানে রডের আঘাত রয়েছে।