English Version
আপডেট : ১২ মার্চ, ২০১৬ ১২:২৭

ছাত্রলীগের হাতে জাবির প্রভোস্ট লাঞ্ছিত

নিজস্ব প্রতিবেদক
ছাত্রলীগের হাতে জাবির প্রভোস্ট লাঞ্ছিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলে ছাত্রলীগ নেতা কর্মীদের হাতে হলের প্রভোস্ট লাঞ্ছিত হয়েছে। এরপর থেকেই হলের প্রথম বর্ষের নবাগত ছাত্ররা ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে। 

শুক্রবার রাত সাড় নয়টায় আবাসিক হলের প্রভোস্ট অধ্যাপক ওবায়দুর রহমান হলের গণরুমে নতুন শিক্ষার্থীদের খোঁজখবর নিতে গেলে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের ৪৪তম ব্যাচের (২য় বর্ষ) জুনিয়র ছাত্রলীগ কর্মীরা ৪৫তম ব্যাচের (১ম বর্ষ) নবীন শিক্ষার্থীদের নিয়ে গণরুমে বসেন। এ সময় হল প্রভোস্ট অধ্যাপক ওবায়দুর রহমান নবীন শিক্ষার্থীদের খোঁজ-খবর নিতে হলের গণরুমে প্রবেশ করেন। এসময় হল প্রভোস্টকে গণরুমে প্রবেশ করতে দেখে জুনিয়র ছাত্রলীগ কর্মীরা উত্তেজিত হয়ে পড়েন।

পরে ওই জুনিয়র কর্মীরা বিষয়টি সিনিয়র ছাত্রলীগ নেতাদের জানালে তারা এসে হল প্রভোস্টের উপর চড়াও হন। পরে প্রভোস্ট অধ্যাপক ওবায়দুর রহমান গণরুম থেকে বেরিয়ে আসলে শাখা ছাত্রলীগ নেতারা তাকে ঘিরে ধরেন।  এ ঘটনায় প্রথম বর্ষের নবাগত শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পরেন। পরে সাধারণ শিক্ষার্থী ও সাংবাদিকদের মধ্যস্থতায় প্রভোস্ট হল ত্যাগ করেন। 

এ ব্যাপারে প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বলেন, প্রভোস্টের অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।