English Version
আপডেট : ১১ মার্চ, ২০১৬ ০৯:৫৩

মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় ট্রাকের হেলপার নিহত, মহাসড়কে তীব্র যানজট

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
নিজস্ব প্রতিবেদক
মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় ট্রাকের হেলপার নিহত, মহাসড়কে তীব্র যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কুরনীতে মালবাহী দুইটি ট্রাক ও একটি কাভার্ড ভ্যানের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে ট্রাকের হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ জন। নিহত হেলপারের নাম মো. জুয়েল মিয়া (২৫)। তিনি নোয়াখালীর মাইজদী উপজেলার পশ্চিম মাইচতারা গ্রামের  মো. ফরিদ মাস্টারের ছেলে।

শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় ৩০ কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।   মির্জাপুর উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা মো. আতাউর রহমান জানান, ভোর সাড়ে ৪টার দিকে কুরনীতে মহাসড়কের ওপর দাঁড়ানো একটি বালিভর্তি ট্রাককে পেছন দিক থেকে আসা পাথরবাহী একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ট্রাক দুটি দুমরে মুচরে যায়। পরক্ষণেই পেছন দিক থেকে অপর একটি কাভার্ড ভ্যান ধাক্কা দিলে তিনটি ট্রাকই দুমরে মুচরে যায়।ঘটনাস্থলে ট্রাকের হেলপার জুয়েল মারা যান।   স্থানীয় লোকজন গুরুতর আহত ৪ জনকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করেছে। হাসপাতাল সূত্র জানাগেছে, ভর্তিকৃত চার জনের মধ্যে দুই জনের অবস্থা খুবই আশংকাজনক।   এ ব্যাপারে গোড়াই হাইওয়ে থানার ওসি মো. হুমায়ুন কবীর জানিয়েছেন, থানায় মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।