English Version
আপডেট : ৯ মার্চ, ২০১৬ ১৫:১২

জামিন পেলেন মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক
জামিন পেলেন মির্জা আব্বাস

দুর্নীতি দমন কমিশনের দায়ের করা প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে স্থায়ী জামিন দিয়েছে হাইকোর্ট। এতে করে তার মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।

বুধবার বিচারপতি রুহুল কুদ্দুস ও বিচারপতি মাহমুদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলের নিষ্পত্তি করে এ আদেশ দেন।

মির্জা আব্বাসের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও অ্যাডভোকেট সগির হোসেন লিয়ন। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান।

এ বিষয়ে অ্যাডভোকেট সগির হোসেন লিয়ন সাংবাদিকদের বলেন, ‘প্লট বরাদ্ধের অভিযোগে শাহবাগ থানায় দায়ের করা এক মামলায় আজ হাইকোর্ট থেকে জামিন দিয়েছেন, তার বিরুদ্ধে দুদুকের এ মামলাসহ তিনটি মামলা ছিল। সকল মামলায় জামিন মঞ্জুর হওয়ায় তার কারামুক্তিতে বাধা নেই।’

এর আগে একই মামলায় হাইকোর্ট মির্জা আব্বাসকে কেন জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন। সে রুলের নিষ্পত্তি করে আজ মির্জা আব্বাসকে জামিন দেওয়া হলো। বর্তমানে বিএনপির এ নেতা বারডেম হাসপাতালে চিকিৎসাধীন আছেন।