English Version
আপডেট : ৯ মার্চ, ২০১৬ ১৫:০৫

বোনের হত্যার দায়ে ভাইসহ ৫ জনের ফাঁসি

নিজস্ব প্রতিবেদক
বোনের হত্যার দায়ে ভাইসহ ৫ জনের ফাঁসি

রংপুরের পীরগঞ্জে বোন আনজিলাকে হত্যার দায়ে ভাইসহ ৫ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন- মমিনুল ইসলাম, আব্দুল মজীদ, আরিফুল হক, আনোয়ারুল হক ও এমদাদুল হক।

বুধবার দুপুরে জেলার অতিরিক্ত দায়রা জজ আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় প্রদান করেন।

রংপুরের পীরগঞ্জ উপজেলায় পাহাড় পুকুর গ্রামের মৃত আবুল হোসেনের মেয়ে আনজিলা আক্তারকে ২০০৬ সালের ৯ মার্চ হত্যা করা হয়।

এ ঘটনায় পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবু মো. আব্দুল্লাহ মামলার তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করলে আদালত আটজন সাক্ষী সাক্ষ্য প্রমাণ শেষে এ রায় দেন।

আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন ও অ্যাডভোকেট বসনীয়া মো. আরিফুল। সরকার পক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌশলি (পিপি) রেজওয়ানুল হক ফারুক। তিনি জানান, আসামিরা পূর্বের একটি মামলা থেকে রেহাই পাওয়ার জন্য এ হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। তিনি এ রায়ে সন্তোষ প্রকাশ করেন।