English Version
আপডেট : ৮ মার্চ, ২০১৬ ১৬:২০

নীলফামারীতে অবাধে চলছে মাদক ব্যবসা

নিজস্ব প্রতিবেদক
নীলফামারীতে অবাধে চলছে মাদক ব্যবসা

নীলফামারী জেলার বিভিন্ন পয়েন্টে অবাধে মাদক কেনাবেচার ব্যবসা গড়ে ওঠেছে। ফলে  এ জেলায় মাদক সেবনকারী সংখ্যা দিন দিন বাড়ছে। এসব মাদকের মধ্যে রয়েছে ফেন্সিডিল, গাঁজা, বাংলা মদ, হেরোইন ও ইয়াবা। তবে গাঁজা ও ফেন্সিডিল সহজলভ্য হওয়ায় এর ব্যবহার  চক্রবৃদ্ধিহারে বাড়ছে।

অনুসন্ধানে দেখা যায়, ধূমপানের পাশাপাশি শখের বসে এসব মাদক সেবন করে পরবর্তীতে আসক্ত হয়ে পরছে। এক সময়ে নেশায় পরিণত হচ্ছে যুবকরা। এতে শ্রমজীবী, তরুণরাও আসক্ত হচ্ছে। পাশাপাশি এ নেশার ছবলে স্কুল-কলেজ পড়ুয়া ছাত্ররাও রেহাই পাচ্ছে না।

অারও জানা যায়, নীলফামারীর হাজার হাজার পথশিশুরা ডান্ডির নেশায় আসক্ত হচ্ছে। এসব পথশিশু মাদক নির্ভর হয়ে চলে যাচ্ছে অন্ধকার জীবনে। এদের বেশিরভাগের বয়স ১০ থেকে ১৫ এর বছরের মধ্যে।

এ প্রসঙ্গে পৌর-প্রশাসন মহল বিভিন্ন সময় সভা সমাবেশসহ ব্যানার, ফেস্টুন ও লিফলেট বিলিয়ে সচেতন করলেও তা কাজে আসেনি।

অন্যদিকে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাগুলো যেন অনেকটা নীরব ভূমিকায় রয়েছে। এরা দেখেও যেন  না দেখার ভান করে আছে।