English Version
আপডেট : ৮ মার্চ, ২০১৬ ১১:৪৮

মন্তব্য করতে রাজি নন কাশেমের আইনজীবী

নিজস্ব প্রতিবেদক
মন্তব্য করতে রাজি নন কাশেমের আইনজীবী
জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য চেয়ারম্যান মীর কাসেম আলীর ফাঁসির রায় প্রসঙ্গে তার প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ব্যক্তিগতভাবে আইনজীবী হিসেবে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে এ রায় ভবিষ্যতের ইতিহাস পর্যালোচনা করবে।
 
মঙ্গলবার রায়ের পরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির কক্ষে খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘আপনারা দেখেছেন এ মামলার শুনানিতে আমরা কী বলেছি, রাষ্ট্রপক্ষ কী বলেছে এবং উচ্চ আদালত কী বলেছে। এখন রায় হয়েছে। আমাকে আইনজীবী হিসেবে সর্বোচ্চ আদালতের রায় মেনে নিতে হবে। এ রায় ভবিষ্যতের ইতিহাস পর্যালোচনা করবে। এখানে আমি কোনো কমেন্ট করব না। এখানে তার ছেলে আছেন। তার কথা আমি বলছি, তিনি পরিবারের পক্ষ থেকে লিখিত বক্তব্য দেবেন।’ রিভিউ আবেদন করা হবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রায়ের কপি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। পরে কাসেম আলীর ছেলে ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম বলেন, পরিবারের পক্ষ থেকে লিখিত প্রতিক্রিয়া জানানো হবে।