English Version
আপডেট : ৬ মার্চ, ২০১৬ ১৬:৩৭

কার্ড জালিয়াতির ৬ জন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
কার্ড জালিয়াতির ৬ জন রিমান্ডে

এটিএম কার্ড জালিয়াতির ঘটনায় তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় আটক এক বিদেশীসহ ৬ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ড দিয়েছেন আদালত।

ঢাকা সিএমএম আদালতে রোববার জার্মান নাগরিক পিওটর সিজোফেন মাজুরেক, সিটি ব্যাংকের কার্ড ডিভিশনের তিন কর্মকর্তা মকসেদ আল ওরফে মাকসুদ, রেজাউল করিম ও রেফাজ আহমেদ রনিকে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য চার দিনের রিমান্ড আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক সোহরাব মিয়া।

অপরদিকে শনিবার গুলশান থেকে আটক মানি এক্সচেঞ্জের কর্মকর্তা হুমায়ুন কবির ও এডিএম টেকনোলজির সাইফুজ্জামানকে পাঁচদিনের রিমান্ড আবেদন করেন। তাদের আইনজীবীরা জমিনের আবেদন করলেও শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সাব্বির ইয়াসিন আহসান চৌধুরী পিওটরসহ চারজনকে চারদিন ও নতুন দুই আসামিকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, ২২ ফেব্রুয়ারি চারজনকে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন ডিবি পুলিশের উপ-পরিদর্শক সোহরাব মিয়া। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলাম প্রত্যেকের ছয় দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

১২ ফেব্রুয়ারি (শুক্রবার) ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) এক গ্রাহকের অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংকের এটিএম বুথ ব্যবহার করে কৌশলে টাকা তুলে নেয় দুর্বৃত্তরা। পরে জানা যায়, আরও অন্তত ২১ জন গ্রাহকের অ্যাকাউন্ট থেকে একইভাবে আনুমানিক ১০ লাখ টাকা তুলে নেওয়া হয়েছে। এ ঘটনায় বনানী থানায় একটি মামলা করা হলে ডিবি পুলিশ তদন্ত শুরু করে।

মামলার পরিপ্রেক্ষিতে ২০১৬ সালের ২১ ফেব্রুয়য়ারি রাজধানীর গুলশানের একটি বাড়িতে অভিযান চালিয়ে জালিয়াতির সঙ্গে জড়িত এক বিদেশিসহ চারজনকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।