English Version
আপডেট : ৬ মার্চ, ২০১৬ ১২:৫৫

জোড়া খুনের মামলার অাসামি রনির বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক
জোড়া খুনের মামলার অাসামি রনির বিচার শুরু

রাজধানীর ইস্কাটনে জোড়া খুনের মামলায় এমপি’র পুত্র বখতিয়ার আলম রনির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য আগামী ১১ এপ্রিল দিন ধার্য করা হয়।   রোববার ঢাকার দ্বিতীয় মহানগর দায়রা জজ সামছুন নাহার এ আদেশ দেন। এর মাধ্যমে এমপি’র পুত্র রনির বিচার শুরু হলো। গত বছরের ১৩ এপ্রিল গভীর রাতে নিউ ইস্কাটনে একটি গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছুড়লে রিকশাচালক আবদুল হাকিম ও অটোরিকশাচালক ইয়াকুব আলী গুরুতর আহত হন।

পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এই ঘটনায় হাকিমের মা মনোয়ারা বেগম ১৫ এপ্রিল রমনা থানায় এই মামলা করেন।

৩১ মে মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য পিনু খানের ছেলে বখতিয়ার আলমকে আটক করে পুলিশ। ২১ জুলাই বখতিয়ার আলমকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।