English Version
আপডেট : ৬ মার্চ, ২০১৬ ১২:১৮

তিন জেএমবিকে আটক করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক
তিন জেএমবিকে আটক করেছে র‌্যাব

রাজশাহীর বাগমারা উপজেলার সগুনা পূর্বপাড়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্যকে আটক করেছে র‌্যাব-৫। রোববার ভোরে তাদের আটক করা হয়।

তাদের কাছ থেকে ১৬টি ককটেল, ৭টি পেট্রোল বোমা ও ৮টি জিহাদি বই উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলেন- আমিনুর রহমান (৩৫), আবু সাইদ মানিক (২৮) ও পিএম শাহেন শাহ তানিম (৫২)।   র‌্যাব-৫ এর অপারেশন অফিসার এএসপি শ্যামল চৌধুরী জানান, ৭ মার্চকে সামনে রেখে নাশকতার পরিকল্পনা করছিল জেএমবির ওই সদস্যরা। গোপনে খবর পেয়ে অভিযান চালিয়ে র‌্যাব তাদের আটক করে।