English Version
আপডেট : ৫ মার্চ, ২০১৬ ২০:৩৫

আবারও বিকাশ টাকা ছিনতাই, গুলি করে ১ জনকে আটক

নিজস্ব প্রতিবেদক
আবারও বিকাশ টাকা ছিনতাই, গুলি করে ১ জনকে আটক

রাজধানীর আগারগাঁও বিকাশের এজেন্টের কাছ থেকে ১৪ লাখ টাকা ছিনতাইয়ের সময় সাইদুর রহমান নামে এক যুবককে গুলি করে আটক করেছে পুলিশ।

শনিবার (০৫ মার্চ) বিকেলে তালতলা কলোনি উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

শেরেবাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণেশ গোপাল বিশ্বাস বলেন, টাকা নিয়ে পালানোর সময় পুলিশ তার পায়ে গুলি করে। পরে তাকে আগারগাঁও পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।

মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার বলেন, তাকে জিজ্ঞাসাবাদে বিস্তারিত ঘটনা জানা যাবে।