English Version
আপডেট : ৪ মার্চ, ২০১৬ ২২:৪৯

ফেসবুক প্রতারণার ১২ বিদেশিসহ আটক ১৪

নিজস্ব প্রতিবেদক
ফেসবুক প্রতারণার ১২ বিদেশিসহ আটক ১৪

ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে প্রতারণার অভিযোগে ১২ জন বিদেশি নাগরিকসহ মোট ১৪ জনকে আটক করেছে র‌্যাব। প্রাথমিকভাবে তাদের পরিচয় জানানো হয়নি।

শুক্রবার (৪ মার্চ) দুপুরে এ তথ্য জানিয়েছেন র‌্যাবের মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক মেজর মাকসুদুল ইসলাম।

তিনি বলেন, রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রতারক চক্রের ১৪ সদস্যকে আটক করা হয়। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মোবাইল, ল্যাপটপ, ডলারসহ টাকা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার বিকেলে র‌্যাব-১ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।