English Version
আপডেট : ২ মার্চ, ২০১৬ ১৯:৫৩

হবিগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ইন্টারনেটে

নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ইন্টারনেটে

 

হবিগঞ্জে এক স্কুলছাত্রীকে ধর্ষণ করে ফেইসবুকে ভিডিও প্রকাশ করার ঘটনা ঘটেছে।হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, “এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।”

অভিযোগপত্রকে উদ্ধৃত করে ওসি জানান, হবিগঞ্জ সদর উপজেলার বাতাসর গ্রামের একটি মেয়েকে স্কুলে আসা-যাওয়ার পথে পাশের পাইকপাড়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে জুনায়েদ আহমেদ সাগর উত্ত্যক্ত করত বলে অভিযোগ রয়েছে। তবে মেয়েটির সঙ্গে সাগর প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গত ১০ ডিসেম্বর সাগর ও তার বন্ধু কাউছার শায়েস্তাগঞ্জ রেল স্টেশন রোডে সিরাজ প্লাজায় মেয়েটিকে নিয়ে যায়। সেখানে সাগর তাকে ধর্ষণ করে ভিডিও ধারণ করে।”

এমন ঘটনার পুনরাবৃত্তির এক পর্যায়ে ছাত্রীটি অপারগতা প্রকাশ করলে গত ২৫ ফেব্রুয়ারি ভিডিওটি ফেইসবুকে ছেড়ে দেওয়া হয়।স্থানীয়রা জানায়, এরপর লোকলজ্জার ভয়ে স্কুলে যাওয়া ছেড়ে দিয়েছে ছাত্রীটি। এছাড়া কয়েকবার আত্মহত্যার চেষ্টাও করে।

ঘটানর শিকার কিশোরীটির বাবা সাংবাদিকদের বলেন, আমি দিন আনি দিন খাই। নিজে না খাইয়া আমার ছেলেমেয়েদের পড়ালেখা করাইয়া মানুষ করার চেষ্টা করছি। যে আমার মেয়ের এত বড় ক্ষতি করেছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

দোষীদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।