English Version
আপডেট : ২ মার্চ, ২০১৬ ১৭:২৬

মাগুরায় গাঁজাসহ দুই নারীকে আটক

নিজস্ব প্রতিবেদক
মাগুরায় গাঁজাসহ দুই নারীকে আটক
মাগুরায় ঢাকা রোড এলাকা থেকে ১৫ কেজি গাঁজাসহ দুই নারীকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে তাদেরকে আটক করা হয়।
 
তারা হলেন- গাইবান্ধা জেলার পূর্ব জিকাবড়ি গ্রামের সাফিয়া (৫২) ও মনোয়ারা (৫৫)। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা জানান, মাদকপাচারকারী সাফিয়া ও মনোয়ারা ঢাকা থেকে বাসযোগে মাগুরার শহরের ঢাকা রোড়ে এসে নামেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের ব্যাগ তল্লাশি করে পুলিশ ১৫ কেজি গাঁজা উদ্ধার করে। এসময়  মাদকপাচারের দায়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় মাদক আইনে মামলা হয়েছে বলেও জানান তিনি।